শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প।
এর আগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দেন, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার কয়েকদিন পরে রবিবার তিনি এমন মন্তব্য করেন।
নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আদালতের রায়কে আক্রমণ করে বলেন, “একটি র্যাডিকাল লেফট বিচারক দলের ৭৪ ভোটে দেওয়া সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দুর্বল করবে।”
তবে তিনি কৃতজ্ঞতা জানান একজন ডেমোক্রেট বিচারকের প্রতি। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন।
ট্রাম্প বলেছেন, ওই বিচারক দেশ বাঁচাতে ভোট দিয়েছেন।
তিনি লিখেছেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে সংগৃহীত ট্রিলিয়ন ডলার ছাড়া, আমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। আর আমাদের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। ৭৪ ভোটের রায়ে একদল র্যাডিকাল লেফট বিচারক দেশকে বাঁচানোর কথা ভাবেনি। কিন্তু ওবামার সময়ে নিয়োগ দেওয়া একজন ডেমোক্রেট বিচারক আসলেই আমাদের দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। আমি তার সাহসের জন্য কৃতজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।”
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখে। আদালত জানান, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিলেন, তা আইন বহির্ভূত।
আদালত আরও বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ছিল প্রেসিডেন্টের ক্ষমতার নজিরবিহীন অপব্যবহার। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত।
এর আগেই ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সব শুল্ক এখনও বহাল আছে। এক অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছেন আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত। কিন্তু তারা জানে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জিতবে। যদি এই শুল্ক তুলে দেওয়া হয়, তা হবে দেশের জন্য সম্পূর্ণ বিপর্যয়। এতে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ব, অথচ আমাদের শক্ত থাকতে হবে। সূত্র: ফক্স বিজনেস, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ