ইউএস ওপেনের শেষ ষোলোতে জার্মান টেনিস খেলোয়াড় ইয়ান-লেনার্ড স্ট্রুফকে উড়িয়ে দিয়ে আরও একবার ইতিহাস গড়েছেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ। সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ৩৮ বছর বয়সী এই তারকা ৬-৩, ৬-৩, ৬-২ গেমে সহজ জয় তুলে নেন এবং পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে।
এই জয়ের মাধ্যমে জোকোভিচ একসঙ্গে তিনটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন।
৩৮ বছর বয়সে চারটি গ্র্যান্ড স্লামের সবকটির কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচ, এখন এই কীর্তি গড়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় তিনি। এর আগে এই রেকর্ডও ছিল তাঁরই দখলে। ৩৪ বছরের পর কোনো টেনিস তারকা এই কীর্তি গড়তে পারেননি, অথচ জোকোভিচ এবার তৃতীয়বারের মতো এটি করলেন।
রজার ফেদেরার তাঁর ক্যারিয়ারে ৮ বার বছরের চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। এবার জোকোভিচ সেটি ছাড়িয়ে গিয়ে নবমবারের মতো এক বছরে সব গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনালে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন।
এই নিয়ে জোকোভিচের গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল সংখ্যা দাঁড়ালো ৬৪-এ, যা ইতিমধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রজার ফেদেরারের কোয়ার্টার ফাইনালের সংখ্যা ৫৮।
মাত্র ১০৯ মিনিট স্থায়ী ম্যাচে জোকোভিচ স্ট্রুফের সার্ভ ছয়বার ব্রেক করেছেন। তার পারফরম্যান্স ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, “আমি জানি না আর কতবার এই সুযোগ পাব। তাই প্রতিটি ম্যাচই আমার জন্য বিশেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এখানে থাকার জন্য।”
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৪৪ নম্বরে থাকা স্ট্রুফ এবারই প্রথম ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। তবে অভিজ্ঞ জোকোভিচের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি।
শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ হবেন যুক্তরাষ্ট্রের তারকা টেইলর ফ্রিটজ।
বিডি প্রতিদিন/মুসা