ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান ওঠতে পারে? ছয় বলে ছয় ছক্কা মানে ৩৬ রান। কিন্তু যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে উঠেছে অবিশ্বাস্য ৪৩ রান! এমনই এক ব্যতিক্রমী ঘটনার শিকার হয়েছেন অরল্যান্ডো গ্যালাক্সির ডানহাতি পেসার ঋষি ভারমান্নি।
গত শনিবার নর্থ ক্যারোলিনার চার্চ স্ট্রিট পার্কে মাইনর লিগ ক্রিকেটের ম্যাচে মুখোমুখি হয় আটলান্টা ফায়ার ও অরল্যান্ডো গ্যালাক্সি। অরল্যান্ডো দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। দলে আছেন তাঁর ছেলে, টেস্ট অভিজ্ঞ তেজনারায়ণ চন্দরপলও।
ম্যাচের পঞ্চম ওভারে বল হাতে নেন ঋষি ভারমান্নি। তার আগ পর্যন্ত আটলান্টার সংগ্রহ ছিল ৩০ রান, কোনও উইকেট না হারিয়ে। কিন্তু এরপরই যেন রানবন্যা মাত্র এক ওভারে ৪৩ রান যোগ হয়ে যায় স্কোরবোর্ডে!
ভারমান্নির ওভারের শুরু থেকেই ছিল বিশৃঙ্খলা। প্রথম বলেই ‘নো’। এরপর একটি ‘ওয়াইড’। এরপর যে বলটি বৈধভাবে করতে সক্ষম হন, তাও ‘নো’ ঘোষণা করা হয় আম্পায়ারের পক্ষ থেকে, এবং সেই বলেই স্টিভেন টেলর হাঁকান ছক্কা।
ওভারের প্রথম ছয় বলেই ছিল ৫টি ‘নো’ বল ও ১টি ‘ওয়াইড’। অর্থাৎ, বৈধ কোনো ডেলিভারি ছাড়াই ২০ রান দিয়ে ফেলেন ভারমান্নি! এরপর শুরু হয় মূল ওভার, যেটিতে আবার ৪টি ছক্কা, ২টি চার এবং আরও কিছু অতিরিক্ত রান নিয়ে ওভারের শেষে মোট রান দাঁড়ায় ৪৩।
পুরো ওভারটি শেষ করতে তাঁকে করতে হয় ১৩টি বল! এতো রান খরচের পর স্বাভাবিকভাবেই অধিনায়ক আর তাঁর হাতে বল তুলে দেওয়ার সাহস করেননি।
ম্যাচে আটলান্টা ফায়ার নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২১৭ রান। জবাবে অরল্যান্ডো গ্যালাক্সি গুটিয়ে যায় ১৪২ রানে।
এ ম্যাচে আলোচনায় উঠে আসেন স্টিভেন টেলর, তবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ঋষি ভারমান্নি। এমন ওভার পাড়ার ক্রিকেটে হতেই পারে, কিন্তু পেশাদার ক্রিকেটে তা একেবারেই বিরল।
প্রসঙ্গত, এই আটলান্টা ফায়ারের হয়েই মাইনর লিগ ক্রিকেটে খেলার কথা রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৫ আগস্ট দলটি তাঁকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে।
বিডি প্রতিদিন/মুসা