বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রবিবার নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা রাঙ্গুনিয়ার জিয়ানগরে যান।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এমএ আজিজ, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মুবিন উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তাঁর দেখানো পথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। গত ৪৭ বছরে এই দলকে ধ্বংস করার জন্য অসংখ্য মামলা, হামলা, গুম ও খুন চালানো হয়েছে। অথচ কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দুর্বল করতে পারেনি। বরং প্রতিটি দমন-পীড়ন আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করেছে। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসী সংগ্রাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বই আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করার প্রধান হাতিয়ার হবে। শপথ নিয়েছি যে কোনো বাধা-বিপত্তি অতিক্রম করে জনগণের অধিকার রক্ষা করব। এই দেশের মাটিতেই গণতন্ত্রকে স্থায়ীভাবে সুপ্রতিষ্ঠিত করব। বিএনপি জনগণের দল, আর জনগণই বিএনপির শক্তি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন