সিলেটে পাথর লুটকাণ্ডে এবার বদলি হলেন কোম্পানীগঞ্জ থানার আলোচিত ওসি উজায়ের আল মাহমুদ আদনান। রবিবার তাকে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের সাবেক ইনচার্জ রতন শেখ। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন। বদলির সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
এর আগে সাদাপাথর লুটকাণ্ডে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করা হয়। সাদাপাথর লুটকাণ্ডে প্রশাসনের এই তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ উঠে। এরপর তাদেরকে বদলি করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল