ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘এসো সামলে নিব এক হয়ে’ দশম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। স্কুল মিলনায়তনে গত বৃহস্পতিবার শুরু হওয়া প্রতিযোগিতা গতকাল শেষ হয়। ‘মোনালিসা স্যানিটারি ন্যাপকিন’-এর সহযোগিতায় সারা দেশের ২২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শ্রেষ্ঠ আবদুর রউফ ও আদমজী ক্যান্টনমেন্টের বিতার্কিকদের মধ্যে ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিকারুননিসা স্কুলের এডহক কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল জাবিহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন। ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের (ভিএনএসসি) প্রধান পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অ্যাডহক কমিটির সদস্য সাজ্জাদুল হাসান মোল্লাহ, অভিভাবক প্রতিনিধি শাহনাজ বেগম প্রমুখ। আয়োজকরা বলেন, মোনালিসা সবসময় নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আসছে। আমাদের অঙ্গীকার হলো সত্য বলা এবং সত্যের মাধ্যমে সচেতনতা তৈরি করা। বিতর্ক প্রতিযোগিতা সেই সত্য বলার অনুশীলনের একটি অসাধারণ মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও সততার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরে। আমরা বিশ্বাস করি, এ ধরনের প্রতিযোগিতা শুধু বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং সত্যনিষ্ঠ নেতা হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের প্যানেল মেম্বার জয়ী রুদমিলা বলেন, দক্ষ প্রজন্ম তৈরিতে সত্যভিত্তিক চিন্তাভাবনা, মুক্ত যুক্তি ও বিতর্কে অনস্বীকার্য ভূমিকা পালন করছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।
ভিকারুননিসা ডিবেটিং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ইফফাত বলেন, এ মঞ্চে একসময় বিতর্ক করেছি। ৩০ বছর পর প্রিয় ক্যাম্পাসে এসে বাচ্চাদের বিতর্ক দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছি। এমন আয়োজনে এগিয়ে আসার জন্য মোনালিসা স্যানিটারি ন্যাপকিনকে ধন্যবাদ।
তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সংসদীয় পদ্ধতিতে বির্তাকিকরা বৈদেশিক ঋণ নিয়ে রাষ্ট্রের অবকাঠামো নির্মাণে মৌলিক বিষয়গুলোর পক্ষে-বিপক্ষে যুক্তি উত্থাপন করেন।