পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও ফলজ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
দুপুরে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ডাস্টবিন বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়। এসময় ওই বিদ্যালয়ে চারা রোপণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভাপতিত্ব করেন পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, আজকের এই ডাস্টবিন ও ফলজ চারা বিতরণ এটা প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিশুরা শুধু নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণই নয়, বরং নিজেদের ঘর এবং চারপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবে। পরিবেশ সুরক্ষা কেবল সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। তিনি বলেন, আর একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা রোপণ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম সারুয়ার আলম সরকার ও মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা বেগম।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, পৌরসভার কর্মকর্তা কর্মচারিসহ পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁচনশীল ও অপঁচনশীল লেখা সম্বলিত ৪টি করে ডাস্টবিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রতিটি স্কুলে ফলজ গাছ সরবরাহ করবে পৌর কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এএম