বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে বগুড়া জেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে ফ্যাসিস্ট কায়দায় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বাধা দিয়েছে। এবার জমজমাটভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নেওয়া হয়েছে। রঙ-বেরঙের সাজে সজ্জিত হয়ে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ তৃণমূলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ৭টায় শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল ৯টায় শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ড্যাব বগুড়ার সহযোগিতায় বিনা মূল্যে চিকিৎসা সেবা। বেলা ৩টায় বর্ণাঢ্য র্যালি। এছাড়া দলীয় কার্যালয় আলোকসজ্জিতকরণ ও দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার এবং সন্ধ্যায় শহরের সাতমাথায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
২ সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় বৃক্ষরোপণ। বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর বগুড়া জেলার আওতাধীন সকল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি করা হবে। ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ করা হবে। এদিন সকালে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর বেলা ৩টায় শহীদ টিটু মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি অংশগ্রহণ করবেন। এসব কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিট ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের। যেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে। বগুড়া বিএনপির ঘাঁটি হলেও বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারণে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত বগুড়ায় এবার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল