রাজধানীর বিমানবন্দর সড়কের ৭টি অংশে আগামীকাল রবিবার (৩১ আগস্ট) থেকে সিগন্যাল ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছে পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সবাইকে ট্রাফিক আইন ও সংকেত মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার (৩১ আগস্ট) থেকে বিমানবন্দর সড়কের সাতটি অংশে সিগন্যাল ব্যবস্থা চালু হবে। এসব সিগন্যাল দেশি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পাইলট অপারেশন শুরু হবে।
সবাইকে ট্রাফিক আইন ও সংকেত মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। তবে কাজটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
বিডি-প্রতিদিন/বাজিত