তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নি জোট’ আত্মপ্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর জুলাই ২০২৪ হত্যাকাণ্ডে যেমন ভয়াবহ রক্তপাত হয়েছে, তেমন আর কোনো আন্দোলন-সংগ্রামে এত প্রাণহানি ঘটেনি। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে।’ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, এম এ মতিন ও ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, খাজা আরিফুর রহমান তাহেরী, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, আবদুল হাকিম, এস এম তারেক হোসাইন প্রমুখ।