'শুভ কাজে সবার পাশে' শ্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেহেরপুরে দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর পৌরসভার এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন দুস্থ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল। সঞ্চালনায় ছিলেন শুভসংঘের জেলা সাধারণ সম্পাদক ও যুব সংগঠক নাফিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনিক হাসানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।
বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, জ্যামিতি বক্স, ছয়টি কলম, কাটার, রাবার, হার্ডবোর্ড ও ফাইলসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষাসামগ্রী।
উপকরণ পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, 'খুব ভালো লাগছে, আমি খুশি হয়েছি, এখন আরও মন দিয়ে লেখাপড়া করবো।' চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুচী বলে,'আজকের উপহার পেয়ে অনেক আনন্দ লাগছে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,'এ ধরনের সহায়তা আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।'
সংগঠনের সভাপতি রফিকুল আলম বকুল বলেন, 'শুভ কাজে সবার পাশে—এটা শুধু শ্লোগান নয়, বসুন্ধরা শুভসংঘ বাস্তবেই তা প্রমাণ করছে। আমরা সবসময় সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে থাকবো।' তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'ভালো লেখাপড়া ও নৈতিকতা অর্জনের মাধ্যমে তোমাদের ভবিষ্যৎ গড়া উচিত, কারণ তোমরাই আগামী দিনের নেতৃত্ব।'
বিডি প্রতিদিন/মুসা