বিস্ফোরক ও নাশকতার মামলায় বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা শুভ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে গতকাল শেরপুর থানা থেকে বগুড়ার আদালতে নেওয়ার সময় থানাপ্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতা তাঁকে পচা ডিম নিক্ষেপ করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, শুভ বিস্ফোরক, নাশকতাসহ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি। রবিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতে পাঠানো হয়েছে।