দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রবিবার রাতে উপজেলার সিংড়া ইউনিয়নের সাতপাড়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে ব্যবসায়ী জীসান আহমেদের সার ও কীটনাশকের দোকান, রেজাউল ইসলামের ইলেকট্রনিক্স, সজীব কুমারের সেলুন এবং ফিরোজ আলম ও মইদুল ইসলামের মুদি দোকান ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের সাতপাড়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান জানান, কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।