শিক্ষাঙ্গনে রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থীর দূরত্ব আর নিত্যনতুন দাবির আন্দোলনে অচলাবস্থা তৈরি হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল শ্রেণিকার্যক্রম শুরু হয়। ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সবার সরব উপস্থিতিতে প্রাণ ফিরেছে সবুজ ক্যাম্পাসে। এদিকে দীর্ঘদিন পর সহপাঠীদের দেখা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনেকে। কুশল বিনিময়ের পর ক্ষতি হওয়া ক্লাসগুলো কীভাবে পুষিয়ে নেওয়া যাবে চলে এ আলোচনাও। কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার পর নানান টানাপোড়েনে বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম। এতে হতাশ হয়ে পড়েন শিক্ষার্থী-অভিভাবকরা। ক্লাস বর্জনের চলমান আন্দোলন নিয়ে শিক্ষকদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।
দুই দিন ধরে ভিসি ড. মাকসুদ হেলালী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। সব পক্ষের সঙ্গে আলোচনার পর তিনি ক্লাস কার্যক্রম শুরুর ঘোষণা দেন।