রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাচ্ছে পর্যটন ঝুলন্ত সেতু। এরই মধ্যে সেতুর গার্ডার পানি ছুঁইছুঁই। এতে পর্যটকদের সেতু পারাপারে দেখা দিয়েছে ঝুঁকি। সংশ্লিষ্টরা বলছেন, সেতুর পাটাতন একেবারে ডুবে গেলে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে।
রাঙামাটি পর্যটন ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রায় প্রতিদিন কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি ১০৫.৩৬ ফুট। ১০৬ ফুট হলে একেবারে ডুবে যায় ঝুলন্ত সেতু। সেতু দিয়ে পর্যটকরা পারাপার না করলেও স্থানীয়দের যাতায়াত অব্যাহত রয়েছে। পানির পরিমাণ আরও বাড়লে কর্তৃপক্ষের অনুমতিক্রমে সেতু দিয়ে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হবে। অভিযোগ রয়েছে, ১৯৮৬ সালে ৩৩৫ ফুট দীর্ঘ রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু নির্মাণ করার পর একবারও সংস্কার করা হয়নি। তাই প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় সেতুটি।
অথচ সেতুটি রাঙামাটির পর্যটন খাতকে উন্নত করেছে। যার টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দেশি-বিদেশি পর্যটক। সেতুটি সবার কাছে সিম্বল অব রাঙামাটি নামে পরিচিত। সেতু থেকে সারা বছর কোটি কোটি টাকা আয় হলেও পর্যটকদের সুবিধার্থে কখনো উন্নত করা হয়নি। অযত্ন আর অবহেলায় হুমকির মধ্যে পড়েছে রাঙামাটি ঝুলন্ত সেতু।