রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার সমন্বয়ক পরিচয়দানকারী আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ ঘটনায় প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রশ্ন তুলেছেন। গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের ছবি দিয়ে প্রশ্ন তুলে জাওয়াদ নির্ঝর বলেন, ‘পুলিশ রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখের চেক উদ্ধারের খবর দিলেও রিয়াদের এফডিআরগুলোর কোনো তথ্য দেয়নি। এফডিআরগুলো গেল কই?’
এর আগে, মঙ্গলবার ফেসবুকে রিয়াদের বাসায় কী কী পাওয়া গেছে তা উল্লেখ করে একটি পোস্ট করেছিলেন জাওয়াদ নির্ঝর। এরপর আজ আরও একটি পোস্টে নির্ঝর জানান, ‘গুলশান থানার একাধিক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে পুলিশ এখনো অফিশিয়ালি কিছু জানাচ্ছে না।’
‘কোনো কিছু গোপন করার চেষ্টা চলছে কি না’- এমনটাও প্রশ্ন রাখেন তিনি। এবার সর্বশেষ পোস্টেও তিনি রিয়াদের এফডিআরগুলোর প্রসঙ্গে প্রশ্ন রাখলেন।
বিডি-প্রতিদিন/শআ