জুলাই গণ অভ্যুত্থানে গত বছর আজকের দিনটি (৩০ জুলাই) ছাত্র-জনতার জন্য ছিল এক অভিনব প্রতিবাদের দিন। এদিন আন্দোলনে শহীদদের স্মরণে ঘোষিত প্রহসনের রাষ্ট্রীয় শোক আর কালো ব্যাজ প্রত্যাখ্যান করে লাল রঙে প্রতিবাদ জানায় সমগ্র দেশের মানুষ। ‘শহীদরা আমাদের শোক নয়, শক্তি’ এই স্লোগানে ফেসবুকের টাইমলাইন হয়ে ওঠে রক্ত রঙিন। ফেসবুকের প্রোফাইল পিকচার রঙিন হয়ে ওঠে লাল রঙের ফ্রেমে। প্রতিবাদমুখর হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সঙ্গে সংহতি জানায় শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে হয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল। পরদিন ৩১ জুলাইয়ের কর্মসূচি হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।
৩০ জুলাই ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা-মামলা ইত্যাদির বিচার দাবিতে রাজধানীতে গানের মিছিল করে প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। ওইদিন বিকাল ৩টায় প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে শহীদ নূর হোসেন চত্বর (জিপিও, জিরো পয়েন্ট) থেকে এ গানের মিছিল শুরু হয়। বাহাদুর শাহ পার্কে গিয়ে মিছিল শেষ হওয়ার কথা থাকলেও জিপিও চত্বর থেকে একটু সামনে এগোনোর পর বাধা দেয় পুলিশ। পরে রাস্তাতেই বসে পড়ে গান, আবৃত্তি, স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। অংশ নেয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সংঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ’৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা, এ পারফরমেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এদিন ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দেয় ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’। এ সময়ের মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ একাধিক কর্মসূচি পালন করবে দেশের রাজনৈতিক দলগুলো। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা আজ নরসিংদীতে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নেবেন। মহিলা ও ছাত্রীদের উদ্যোগে কেন্দ্রসহ সব শাখায় সারা দেশে আলোচনা সভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।