রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানে সুনামি আঘাত হেনেছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় ফুকুশিমার দাই-ইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
জাপানের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এক বিবৃতিতে জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং কেউ হতাহত হননি। তবে তারা সুনামি সতর্কতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ছিল জাপানের ইতিহাসে অন্যতম বড় পারমাণবিক দুর্ঘটনা।
বর্তমান পরিস্থিতিতে টেপকো কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা দুই দফায় সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯ দশমিক ৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল