বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে সরিষাবাড়ী প্রেস ক্লাব হল মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখা এ ঈদসামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, তেল, লবণ ও চাল।
ঈদ সামগ্রী পেয়ে শান্তি বেওয়া, সুফিয়া বেগম, ফজিলা বেগম, সালমা খাতুন, রবিউল ইসলাম, তজর আলীসহ অনেকেই বলেন, 'আমরা গরীব মানুষ কেউ আমাদের সাহায্য দিতে এগিয়ে আসেনি। বসুন্ধরা আমাদের কষ্টের কথা ভেবে ঈদ সামগ্রী পাঠিয়েছে এতে অনেক খুশি তারা। এই রমজান মাসে দোয়া করি এই সাহায্য দিতে যারা এগিয়ে এসেছে আল্লাহ তাদের ভালো করুক।'
এসময় কবি জাকারিয়া জাহাঙ্গীর বলেন, যারা সমাজের পিছিয়ে পড়া বিত্তহীন তাদের পাশে দাঁড়ানো বিশিষ্টজনদের কর্তব্য, বসুন্ধরা শুভসংঘ এই কাজটি করে যাচ্ছে। ঈদ উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ অসহায়দের জন্য যে উপহারসামগ্রী বিতরণ করছে, তা মহতী উদ্যোগ। তিনি এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত এসময় বলেন, বসুন্ধরা শুভসংঘ সারা বাংলাদেশে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অসহায় নারী সমাজকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বসুন্ধরা। এই ধারাবাহিকতায় আজ সরিষাবাড়িতে অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হলো। তাদের এই মহতী কাজ ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, শুভসংঘের উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত, সোহানুর রহমান, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এসএম খুররম আজাদ, শিক্ষক একেএম আমিনুল ইসলাম শামীম শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাঈম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা