বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এইচ ওয়ান-বি (H-1B) ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রে। তবে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ভিসা স্পন্সর অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং কর্মীদের আশ্বস্ত করেছেন, তারা আগের মতোই ভিসা স্পন্সর করবে এবং সব খরচ কোম্পানি বহন করবে।
সম্প্রতি বিজনেস ইনসাইডার-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় হুয়াং বলেছেন, আমি নিজেও এনভিডিয়ার অনেক অভিবাসীর একজন। আমরা আমেরিকায় যে সুযোগ পেয়েছি, তা আমাদের জীবন বদলে দিয়েছে। এনভিডিয়ার এই সফলতা অভিবাসী প্রতিভাবান মানুষদের ছাড়া সম্ভব হতো না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব ধরে রাখতে বৈধ অভিবাসন অত্যন্ত জরুরি। এজন্য এনভিডিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী মানুষদের সুযোগ দিয়ে যাচ্ছে।
হুয়াং বলেন, আমরা আমাদের কোম্পানি গড়েছি বিশ্বের সেরা মেধাবীদের নিয়ে। আমরা H-1B ভিসার আবেদনকারীদের স্পন্সর করা অব্যাহত রাখব এবং সব সরকারি ফি ও খরচ নিজেরাই বহন করব।
গত ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় H-1B ভিসা প্রোগ্রাম সীমিত করার সিদ্ধান্ত নেন এবং নতুন করে ১ লাখ ডলার আবেদন ফি নির্ধারণ করেন। তার যুক্তি, ‘এর ফলে কোম্পানিগুলো স্থানীয় আমেরিকানদের নিয়োগে উৎসাহিত হবে।’;
বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, বড় কোম্পানিগুলো এত খরচ বহন করবে না। এতে বিদেশি কর্মী নিয়োগ কমে যাবে।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠন। তারা অভিযোগ করেছে, এই ফি ‘অন্যায়, অযৌক্তিক ও বেআইনি।’ তাদের বক্তব্য অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এমন নীতি পরিবর্তনের ক্ষমতা রাখেন না।
বিডিপ্রতিদিন/কবিরুল