ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রে নতুন ফিচার চালু করেছে যার নাম ‘ইনস্টাগ্রাম ম্যাপ’। স্ন্যাপ ম্যাপের মত কাজ করা এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের সর্বশেষ অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং লোকেশনভিত্তিক কনটেন্ট দেখতে পারবেন।
ইনস্টাগ্রাম ম্যাপ কীভাবে ব্যবহার করবেন
ইনস্টাগ্রাম ম্যাপ ব্যবহার করতে অ্যাপ খুললেই বন্ধুদের অবস্থান দেখা যাবে, যদি তারা নিজেদের লোকেশন শেয়ার করে থাকে। এছাড়া ফলো করা ব্যক্তিদের লোকেশনভিত্তিক স্টোরি ও রিলসও এখানে দেখা যাবে।
যেমন কোনো বন্ধু যদি কাছাকাছি একটি মিউজিক ফেস্টিভালে গিয়ে সেখান থেকে স্টোরি পোস্ট করে, তা ম্যাপে দেখা যাবে। একইভাবে, ফলো করা কোনো ক্রিয়েটর যদি শহরের নতুন কোনো রেস্টুরেন্ট নিয়ে রিল পোস্ট করে, সেটিও ইনস্টাগ্রাম ম্যাপে পাওয়া যাবে।
লোকেশন বন্ধ থাকলেও ম্যাপে লোকেশনভিত্তিক কনটেন্ট দেখা যাবে। পাশাপাশি ম্যাপে অন্যদের জন্য ছোট, অস্থায়ী বার্তা বা ‘নোটস’ পোস্ট করা যাবে। ইনস্টাগ্রাম নোটস সাধারণত ডাইরেক্ট মেসেজিং ফিডের উপরে দেখা যায়, তবে ইনস্টাগ্রাম ম্যাপ চালুর পর এখন লোকেশনসহ শেয়ার করা হলে সেগুলো ম্যাপেও দেখানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ