পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে প্রতিযোগিতায় প্রথম জয়ে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। যদিও ম্যাচ জুড়ে লড়াইয়ে টিকে ছিল জিম্বাবুয়ে, পাকিস্তানকে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।
জয়ের পথটা সহজ ছিল না পাকিস্তানের জন্য। জিম্বাবুয়ের শুরুর বোলিংয়ের সামনে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দলীয় মাত্র ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ১৬ রান করে ব্র্যাড ইভান্সের বলে বোল্ড হন। এরপর শূন্য রানে ফেরেন বাবর আজম এবং ১ রান করে আউট হন অধিনায়ক সালমান আলি আগা। কিছুক্ষণ পর আউট হন সাইম আয়ূবও।
পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের হাল ধরেন ফাখার জামান ও উসমান খান। দুজন মিলে যোগ করেন ৬৪ রান। ৪৪ রান করে ফেরেন ফাখার। তবে উসমান খান (৩৭) এবং শেষ দিকে মোহাম্মদ নওয়াজ (২১*) দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রান তোলে দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। তবে অষ্টম ওভার থেকে শুরু হয় উইকেট পতন। ৩০ রান করে ফেরেন মারুমানি, এরপর ১৪ রান করে আউট হন ব্রেন্ডন টেলর। ওপেনার বেনেটও ৪৯ রানে আউট হলে মধ্য ওভারে চাপে পড়ে দল।
শেষ দিকে অধিনায়ক সিকান্দার রাজা ২৪ বলে অপরাজিত ৩৪ রান করে লড়াইয়ের স্কোর এনে দেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে থামে ৮ উইকেটে ১৪৭ রানে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ শিকার করেন ২ উইকেট।
বিডি প্রতিদিন/মুসা