অবশেষে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্কোয়াড ঘোষণা করা হয়।
বাংলাদেশ গত ৩০ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করলেও, দল ঘোষণা নিয়ে দীর্ঘসূত্রিতা বজায় রেখেছিল বাফুফে। নিকট অতীতে ক্যাম্প শুরুর পরপরই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও, এবার আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা নিয়ে বাফুফের তেমন মাথাব্যথা দেখা যায়নি। অবশেষে বুধবার প্রাথমিক দল ঘোষণা করা হয়।
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-শমিত সোমরা।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম।
বিডি প্রতিদিন/এমআই