রাজনীতির ঝড়, নিজেকে বাণিজ্যিকীকরণসহ নানাকিছু নিয়ে বিতর্ক পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। তবে সবকিছু সত্ত্বেও তিনি নিজের মতোই খেলে চলেছেন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জয়ের নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।
সম্প্রতি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, জুলাইয়ের সময় কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গেছে। হয়তো দেশের মানুষ আমার থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি ওই পরিস্থিতিতে তা করতে পারিনি।
অন্যান্য বিষয়ের সঙ্গে কথা বলেছেন অবসর নিয়েও। প্রত্যাশা করেছেন, দেশে খেলে বিদায় নেওয়ার। যদিও ২০২৪ সালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তবে সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এখনো কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শেষবারের মতো বিদায় নিতে চান।
দেশে খেলে বিদায় নেওয়ার সম্পর্কে সাকিব বলেন, ‘হ্যাঁ, শতভাগ প্রত্যাশা করি। এটা আমার চেয়ে বেশি চাই আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’
বিডিপ্রতিদিন/এমই