উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের ঝলকে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসকে হারিয়েছে জাভি আলোন্সোর দল।
বুধবার রাতে সান্তিয়াগো বার্ন্যাবুতে প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। প্রায় ৬৬ শতাংশ পজিশন ধরে রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। জুভেন্তাসের ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল।
পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর কাছ থেকে বল জালে জড়ান বেলিংহ্যাম।
কাঁধে অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরুতে বেশ কয়েকটি ম্যাচে বাইরে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। পরে আর কোনো গোল না হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
তিন ম্যাচে সমান ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রিয়াল মাদ্রিদ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন রইল জুভেন্তাস। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তাদের দুটি হারই সবশেষ দুই ম্যাচে।
বিডি প্রতিদিন/কেএ