ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
দুই দল একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবীয়রাও।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/এমআই