ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত আরও ২৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ব্যস্ত সিগন্যালের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই গাড়িটি সম্পূর্ণ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। আশেপাশে দাঁড়িয়ে থাকা ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান, বিস্ফোরণের সময় গাড়িটির ভিতরে যাত্রী ছিলো। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন দেহাংশ পাওয়া যায়। তিনি বলেন, এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল। গাড়িটি সিগন্যালের কাছে থাকায় ক্ষয়ক্ষতি বেড়ে গেছে।
বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটি ইউনিট পাঠানো হয়েছিল। রাত ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার তদন্তে নেমেছে ভারতের প্রধান সন্ত্রাস-দমন সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের কমিশনার এবং এনআইএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
আজ সকালেই রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ফরিদাবাদে ২৯শ' কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। আগামীকাল বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, ঠিক তার আগেই এই বিস্ফোরণকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে।
১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা ভারতের অন্যতম ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্র। প্রতিদিনই যেখানে হাজারো মানুষ ভিড় করেন। সেই এলাকায় এ ধরনের বিস্ফোরণ ভারতের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাল।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল