কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২৫টি দোকান ও একটি বসতবাড়ি। দোকানের মালামাল রক্ষা করতে গিয়ে মোহাম্মদ আলী (৫৫) নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। এতে ফায়ার সার্ভিস কর্মীসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উখিয়া উপজেলা সদর স্টেশন এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া, রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
নিহত মোহাম্মদ আলী চট্টগ্রামের সাতকানিয়ার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উখিয়ায় লেপ-তোষক ব্যবসা করতেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘হঠাৎ কৃষি ব্যাংকের পেছন দিক থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।’
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন জানান, দগ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন