তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের গাইবান্ধা আদর্শ কলেজের হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতায় এ ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ এ কে এম জারজিস কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, সহ-সভাপতি জিয়াউল হক কামাল ও আফরোজা বেগম লুনা, সনাক সদস্য শিরিন আখতার, তথ্য অধিকার আইন-২০০৯ এর জেলা প্রশিক্ষক সরকার শহীদুজ্জামান প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জ্ঞান ও ধারণা থাকা অত্যন্ত জরুরি, এটি নাগরিকদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
পরে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মাসুদ রানা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন অফিস-দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পেতে আবেদন ফর্ম-ক পূরণ করার পদ্ধতি শেখানো হয়।
এরপর তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। এতে কলেজের ২০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং আমন্ত্রিত ব্যক্তিসহ এর শিক্ষকরা অংশগ্রহণ করেন।
তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি চালু করার লক্ষ্যে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
বিডি প্রতিদিন/এএম