দিনাজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ করে ও রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর সমর্থকরা।
সোমবার এ উপলক্ষে বিরল কাঞ্চন মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বক্তারা সম্ভাব্য প্রার্থী সাদিক রিয়াজ পিনাককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ত্যাগী ও জেল জুলুম শিকার নেতার পক্ষে মনোনয়ন ঘোষণার দাবি জানান। এসময় রাস্তার পাশে প্রতীকী মঞ্চ প্রস্তুত করে গলায় রশি লাগিয়ে কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, বিএনপির দুর্দিনে তিনি মাঠে ছিলেন না। এমনকি সব সময় আওয়ামী লীগের সমর্থন নিয়ে চলাফেরা করেছিলেন। অবিলম্বে তাকে বিএনপির মনোনীত প্রার্থীর তালিকা থেকে প্রত্যাহার করে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল পৌর বিএনপিরসহ সভাপতি ইস্কান্দার হাসান, সবেক সভাপতি বিরল উপজেলা বিএনপির রফিকুল ইসলাম, বিরল উপজেলা ছাত্রদলের সদস্য মো. নিজামুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল