রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
সোমবার (১০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি বলেন, র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান এর নেতৃত্বে, র্যাব-১০ এর সহযোগিতায় এবং ডিএমপির কোতোয়ালী থানার আওতাধীন মিটফোর্ড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে বিশ্বজিৎকে ৫০ হাজার, আবুল কাশেমকে ৩০ হাজার এবং কিশোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রি করে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাব। জনস্বার্থে ভেজাল ওষুধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।
বিডি-প্রতিদিন/সুজন