দীর্ঘদিন লিভারের সমস্যার সঙ্গে লড়াই করার পর তামিল অভিনেতা অভিনয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন এবং শারীরিক অবস্থা ভালো নেই। জীবনের শেষ দিনগুলো পর্যন্ত চিকিৎসা চলছিল। আর্থিক সহায়তার জন্যও অভিনেতা সাহায্যের আবেদন করেছিলেন। চলতি বছরের আগস্টে কেপিওয়াই বালা তাকে এক লাখ রুপি অনুদান প্রদান করেন। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তার স্বাস্থ্যের অবনতি দ্রুত হচ্ছে এবং ডাক্তাররা বলেছিলেন, তার বাঁচার সম্ভাব্য সময় মাত্র এক বছর থেকে দেড় বছর। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়, এবং তামিল চলচ্চিত্র জগতের অনেকে তাকে আর্থিকভাবে সাহায্য করেন।
অভিনয়ের মৃত্যুর পর তার ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন।
অভিনয়ের অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০২ সালে, ধানুশ অভিনীত ‘থুল্লুভাদো ইলমাই’ ছবির মাধ্যমে। কাস্তুরি রাজা পরিচালিত এই ছবিতে তিনি ধানুশ ও শেরিনের সঙ্গে কাজ করেছিলেন। এরপর তিনি ‘জাঞ্জাংশন’, ‘সিঙ্গারা চেন্নাই’, ‘পোন মেগলাই’সহ আরও অনেক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন।
সূত্র: ইন্ডিয়া টিভি
বিডি প্রতিদিন/মুসা