মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনাও মানছে না ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজা হামলা চালাচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের অভিযানও অব্যাহত রেখেছে।
গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাইতুন এলাকায় ইসরায়েলি সামরিক যান ও বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানানো হয়েছে, জাইতুন এলাকায় ধ্বংসযজ্ঞ চলার সময় ইসরায়েলি সেনারা গুলিও চালায়। ওই এলাকায় বিভিন্ন ধরনের ড্রোন উড়তে দেখা যায়।
এদিকে, দক্ষিণ গাজার শহর খান ইউনুসে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে কয়েক দফা ভারী বোমা বর্ষণ করা হয়েছে। শহরের উত্তর ও পূর্ব অংশে তীব্র বিমান হামলা এবং আর্টিলারি থেকে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, বাড়িঘর ভাঙার বেশিরভাগই হচ্ছে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে। যে সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী অস্ত্রবিরতির পর তাদের অবস্থান সরিয়ে নেওয়ার কথা ছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অভিযান ও হামলার ফলে মৃতের সংখ্যা আরও বেড়েছে। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলো চরম সংকটে রয়েছে।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল