ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে জনতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নিহত মিরাজ শৈলকুপা উপজেলা থেকে কাজ মার্কেটিংয়ের কাজ সম্পন্ন করে ঝিনাইদহ শহরের উদ্দেশ্য আসছিলেন। পথিমধ্য ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এসে পৌচ্ছালে পিছন থেকে একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ তথ্য নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ওসি মাসুম খাঁন।
বিডি প্রতিদিন/এএম