মেজর লিগ সকারে ন্যাশভিলকে জিতিয়ে জোড়া গোলের পরপরই হঠাৎ ক্যাম্প ন্যুতে হাজির হয়েছেন লিওনেল মেসি। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম দেখা গেল তাকে কাতালান ক্লাবের ঘরোয়া মাঠে।
মেসি তার ইনস্টাগ্রামে ক্যাম্প ন্যুর ছবি পোস্ট করে লিখেছেন, 'গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরেছি, যা আমি খুব মিস করি। এমন জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি, একদিন এখানে ফিরে আসব, কেবল খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, সেই সুযোগের জন্য যা আমি কখনও পাইনি।'
বার্সেলোনায় দুই দশকের কেরিয়ারে মেসি ক্লাবের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ অসংখ্য রেকর্ড গড়েছেন। ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ নানা সফলতার সঙ্গে বিদায় নিয়েছিলেন ২০২১ সালে।
ফরাসি ক্লাব পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। সম্প্রতি তিনি ক্লাবটির সঙ্গে ৩.৫ বছরের নতুন চুক্তিও করেছেন।
বিডি প্রতিদিন/মুসা