পটুয়াখালীতে কলাপাড়ায দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি করেছেন। সোমবার পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয় এসে বাড়িতে ফিরে গেছে শিক্ষার্থীরা।
এর ফলে অভিভাবকরাও এই কর্মবিরতিতে চিন্তিত। দশম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবি আদায় এবং ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রবিবার থেকে একযোগে উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
এদিকে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা থাকলেও পাঠদান বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে এ উপজেলার ২২ হাজার ৪৯ জন শিক্ষার্থীর পড়ালেখা। দশম গ্রেডসহ তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
বিডি প্রতিদিন/এএম