যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড। সোলজার ফিল্ডে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ বোর্নমাউথকে।
সফরের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারানোর পর এবার আরও আত্মবিশ্বাসী ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রুবেন আমোরিমের দল।
তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন দলের নেতা ব্রুনো ফার্নান্দেজ। যদিও সেটা কাজে লাগেনি, তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। অষ্টম মিনিটে রাসমুস হইলুন্দের হেড থেকে এগিয়ে যায় ইউনাইটেড।
২৫ মিনিটে প্যাট্রিক দোরগু ডিফেন্ডার কাটিয়ে নিখুঁত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২৮ মিনিটে বোর্নমাউথ গোল করলেও সেমেনিয়োর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ইউনাইটেডের আরও একটি সুযোগ নষ্ট হয় লুক শ’র পায়ে।
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে ইউনাইটেড। ৫৩ মিনিটে আমাদ দিয়ালো নিজের উপস্থিতি জানান দেন। আইভোরিয়ান উইঙ্গারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
৭২ মিনিটে ইউনাইটেডের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান তরুণ উইঙ্গার এথান উইলিয়ামস। ১৯ বছর বয়সী এই ফুটবলারের জন্য এটি ছিল ক্যারিয়ারের এক স্মরণীয় মুহূর্ত।
ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেড ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট। তবে তা শুধুই ব্যবধান কমায়, ম্যাচের ভাগ্যে কোনও পরিবর্তন আনে না।
ম্যাচজুড়ে ইউনাইটেডের দখলে ছিল ৫৬ শতাংশ বল এবং তারা স্পষ্টতই ছিল আধিপত্য বিস্তারকারী দল। আগামী ৪ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাদের তৃতীয় প্রাক-মৌসুম ম্যাচে মুখোমুখি হবে এভারটনের, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে।
বিডি প্রতিদিন/মুসা