গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
দুবাই ক্যাপিটালস দলটি ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন, যারা আইপিএলের দিল্লি ক্যাপিটালসেরও সহ-মালিক। ওই দলেই আইপিএলের সর্বশেষ আসরে খেলেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, দুবাই ক্যাপিটালস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক টি–টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দল।
আগামী মঙ্গলবার সাকিব অভিষেক করবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগের দল সেন্ট্রাল ডিসট্রিকস। সব কিছু ঠিক থাকলে, ১৬ জুলাই সাকিব মুখোমুখি হবেন নিজের সর্বশেষ বিপিএল দল রংপুর রাইডার্সের।
রংপুর রাইডার্সও সাকিবকে জিএসএলে নিতে আগ্রহী ছিল। তবে তিনি সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, এই প্রেক্ষাপটে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি রংপুর। সেই সুযোগটিই কাজে লাগিয়েছে দুবাই ক্যাপিটালস।
সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল), যেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। যদিও ফাইনালে খেলতে পারেননি, তবে তার দল লাহোরই শিরোপা ঘরে তোলে।
চলতি জিএসএল টুর্নামেন্টটি দ্বিতীয় আসর। প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবারের আসরটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে, ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত। অংশ নিচ্ছে পাঁচটি দল— রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিসট্রিকস, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
বিডি প্রতিদিন/নাজিম