বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান। আট ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়েছে দলটি। পর পর উইকেট হারানোয় রানও বেশি করতে পারেনি।
রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন। পঞ্চম বলে পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুবকে আউট করেন তিনি। ব্যক্তিগত ৬ রানে মুস্তাফিজুর রহমানকে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন পাকিস্তানের ওপেনার।
অথচ প্রথম উইকেটের মালিক হওয়ার কথা ছিল শেখ মেহেদীর। দলীয় ৪ রানের সময় ফখর জামান ক্যাচ দিলেও জীবন পান তিনি। মেহেদীর বলে ফাইন লেগের সহজ কাজটা যে ধরতে পারেননি তাসকিন।
তাসকিন মিস করলেও ক্যাচ ধরেছেন শামীম হোসেন পাটোয়ারি। তাতে নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেয়েছেন শেখ মেহেদী। ডিপ মিড উইকেটে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ হারিসের ক্যাচ ধরেন শামীম।
পরে পাকিস্তানের আরও তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৩ রানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব। আর চতুর্থ উইকেটের শিকারি মুস্তাফিজুর রহমান। হাসান নওয়াজকে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি।
পরে অবশ্য অষ্টম ওভারে মোহাম্মদ নাওয়াজ ব্যক্তিগত ৩ রানে রান আউট হয়েছেন। তবে জীবন পাওয়া ফখর ঠিকই বাংলাদেশের মাথা ব্যথা হয়ে ওঠার চেষ্টা করছে। ইতিমধ্যে ৩৮ রান করেছেন বাঁহাতি ওপেনার। ষষ্ঠ উইকেটে তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন খুশদিল শাহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৬২ রান।
বিডি প্রতিদিন/এমআই