নেত্রকোনায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু সিদ্দিক জানান, বাড়ির সামনের বিলে বাদাম ক্ষেতে বাদাম তুলতে গেলে বজ্রপাত শুরু হওয়ায় বাড়ি ফিরে আসছিলো। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে জমিতেই পড়ে যায়। বৃষ্টির পর স্থানীয়রা রাব্বি মিয়াকে জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিধলী বাজার উপ: স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক সত্যতা নিশ্চিত করে তিনি জানান তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রশাসনিকভাবে ১১ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
বিডি প্রতিদিন/এএম