এপ্রিল মাসে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়ে দলকে জিতিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। এতে করে পান সিরিজ সেরার পুরস্কার। সেই সুবাদে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্টে দুই ইনিংসে টানা দুটি পাঁচ উইকেট শিকার করে আলো ছড়িয়েছিলেন মিরাজ। দুটি ইনিংসেই বল হাতে ছিলেন অনবদ্য। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত তিন উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটে-বলে দারুণ করেছেন মিরাজ। দীর্ঘদিন পর পান সেঞ্চুরি। সেই সাথে পরের ইনিংসে নেন পাঁচ উইকেট। সেই ম্যাচটি বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে ম্যাচটি জিতে সিরিজে সমতা আনে। পুরো সিরিজে ১৫ উইকেট ও ১১৬ রান করে এপ্রিলে এক দুর্দান্ত মাস কাটিয়েছেন এই অলরাউন্ডার। বোলিং গড় ১১.৮৬ ও ব্যাটিং গড় ৩৮.৬৬। মিরাজের এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে মাসসেরার পুরস্কার এনে দিয়েছে।
বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড পেলেন মেহেদী হাসান মিরাজ। তার আগে এই অ্যাওয়ার্ড পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নারী ক্রিকেটার নাহিদা আক্তার।
বিডি প্রতিদিন/কেএ