আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে আইপিএল ২০২৫- এর বাকী অংশ। শীর্ষ চারে জায়গা করে নিতে মরিয়া প্রতিটি দলই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এখনো বেশ কিছু বিদেশি ক্রিকেটারের যোগদান নিয়ে অনিশ্চয়তা কাটেনি, যা চিন্তায় ফেলেছে প্লে-অফের দৌড়ে থাকা দলগুলোকে।
বিদেশি খেলোয়াড়দের অনেকেরই জাতীয় দলের অগ্রাধিকার, কেউবা রয়েছেন চোটে, আবার কেউ আছেন আন্তর্জাতিক সিরিজ বা নিরাপত্তাজনিত জটিলতায়। দেখে নেওয়া যাক, কোন দলের বিদেশি খেলোয়াড়দের কী অবস্থা:
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রার ফেরা নিয়ে সংশয় থাকলেও বাকি বিদেশিরা ফিরছেন। জেমি ওভারটন ইংল্যান্ড স্কোয়াডে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, তবে তিনি আইপিএল শেষ করেই যোগ দেবেন জাতীয় দলে।
পাঞ্জাব কিংস
অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টোইনিস ও জশ ইংলিশের ফেরা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। ফ্র্যাঞ্চাইজির কোচ রিকি পন্টিং তাঁদের ফেরাতে চেষ্টা চালাচ্ছেন।
সানরাইজার্স হায়দরাবাদ
প্রথমে সংশয় থাকলেও প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড দু’জনেই যোগ দিচ্ছেন। অন্য বিদেশিদেরও পাওয়া যাবে বলে জানা গেছে।
দিল্লি ক্যাপিটালস
মিচেল স্টার্কের ফেরার সম্ভাবনা ক্ষীণ, বিশেষ করে তার স্ত্রী অ্যালিসা হিলির মন্তব্যের পর। একইভাবে ত্রিস্টান স্টাবসকেও পাওয়া যাবে না। দু’জনেই রয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল স্কোয়াডে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
জ্যাকব বেথেল ও ফিল সল্ট ইংল্যান্ড দলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পেয়েছেন। লুঙ্গি এনগিডি দক্ষিণ আফ্রিকার দলে থাকতে পারেন। জশ হ্যাজেলউডের ফেরা নিয়ে রয়েছে চোটের শঙ্কা।
গুজরাট টাইটান্স
সবচেয়ে স্বস্তিতে রয়েছে গুজরাট। ইংল্যান্ডের জশ বাটলার ও দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে ফিরে এসে দলে যোগ দিচ্ছেন। বাকিরা ইতিমধ্যেই ভারতে অবস্থান করছেন।
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল ও সুনীল নারিন ফিরছেন দুবাই থেকে। রহমানুল্লাহ গুরবাজ আসছেন কাবুল থেকে, আনরিখ নকিয়া মালদ্বীপ থেকে যোগ দেবেন। তবে মইন আলি ও স্পেনসার জনস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
লখনৌ সুপার জায়ান্টস
অধিকাংশ খেলোয়াড়ের সমস্যা না থাকলেও, এডেন মার্করাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের দলে থাকায় তার ফেরা নিয়ে সংশয় রয়েছে। নিকোলাস পুরান ও ডেভিড মিলার খেলতে প্রস্তুত।
মুম্বাই ইন্ডিয়ান্স
চাপে রয়েছে মুম্বাই। রায়ান রিকেলটন, করবিন বস এবং উইল জ্যাকস তিনজনই আন্তর্জাতিক দায়িত্বে। তাঁদের অংশগ্রহণ অনিশ্চিত।
আইপিএলের শেষ পর্বে প্লে-অফ নিশ্চিত করতে বিদেশি তারকাদের ভূমিকাই হবে অন্যতম নির্ধারক। কেউ আগেই দেশে ফিরে গেছেন, কেউ আবার যোগ দেওয়ার জন্য অপেক্ষমাণ। আগামী কয়েক দিনেই পরিষ্কার হবে কে থাকছেন আর কে বাদ পড়ছেন।
বিডি প্রতিদিন/মুসা