বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে এবার দেশের ৬৪ জেলা ও আট মহানগর এলাকার জন্য পৃথক হেল্পলাইন চালু করার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে আজ বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ৬৪ জেলা ও আট মহানগর এলাকায় হেল্পলাইন চালু করার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। সকল অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে নাগরিকদের বিচারিক সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা ও নানা ধরনের অনিয়ম দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও মহানগর এলাকার সকল আদালত এসব হেল্পলাইনের আওতাভুক্ত থাকবে। বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালতগুলোকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে।
এতে আরও বলা হয়, হেল্পলাইন চালুর বিষয়ে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করবেন। একই সঙ্গে মনোনীত একজন বিচারবিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। এছাড়া ওই কর্মকর্তা বিচারপ্রার্থী জনগণকে প্রদান করা সেবার বিষয়ে মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ অথবা মহানগর দায়রা জজের মাধ্যমে সুপ্রিম কোর্টে পাঠাবেন। এই হেল্পলাইন সেবা চালু করার জন্য মোবাইল ফোন ও সীমকার্ড সুপ্রিম কোর্ট থেকে সরবরাহ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/জুনাইদ