ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ইউনিট লিডারের সাথে মতবিনিময় সভা ও মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।
এ ছাড়া বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক কমিশনার দিনাজপুর অঞ্চলের আখতারুজ্জামানসহ (সাবু) উপজেলা স্কাউটস কর্মকর্তা এবং প্রাথমিক ও মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ইউনিট লিডাররা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই