কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে মৌসুমের দ্বিতীয় শিরোপা হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। স্বভাবতই ম্যাচ শেষে রিয়ালের কোচ পদে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো কার্লো আনচেলত্তিকে। যদিও তিনি এই প্রশ্নের উত্তর আগামী সপ্তাহের জন্য জমা রাখলেন।
ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের পরবর্তী গন্তব্য মনে করা হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এ নিয়ে কোচ এবং সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) দুই পক্ষই আগ্রহী। যদিও রিয়াল ছাড়া নিয়ে এখনও কিছু বললেন না আনচেলত্তি। বার্সেলোনার কাছে হারের পরও নিজের প্রতিক্রিয়া জানালেন এভাবে, ‘আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, অথবা ছাড়তেও পারি…আমরা দেখব (কী ঘটে)। বিষয়টি আগামী সপ্তাহের জন্য থাক, আজ নয়।’
কোপা দেল রের ফাইনাল শেষে রিয়ালের মিডিয়া প্রধান জুয়ান ক্যামিলোকে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন আনচেলত্তি। হারলেও ম্যাচে শিষ্যরা ভালো লড়াই করেছে বলে দাবি তার, ‘এটি ভালো ম্যাচ ছিল। আমরাও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছি। এমনকি দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদের। জয়ের জন্য আমাদের যা করা দরকার সবই করেছি। আমি দলের সমালোচনা করতে পারি না, কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। তবে এটি সত্যি যে আমরা (জয় থেকে) খুব নিকটে ছিলাম, সেজন্য অবশ্য মর্মাহতও। প্রতিপক্ষের চেয়ে খুবই কম ব্যবধানে থেকে ফিরছি। এখন আমরা লা লিগা জয়ের জন্য মনোযোগ দেব।’
ম্যাচটিতে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। ব্যথা আছে জানিয়ে শুরুর একাদশেও তাকে রাখেননি কোচ আনচেলত্তি। পরে দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করা এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদের এই ম্যানেজার বলেন, ‘এটি তার জন্যও ভালো ম্যাচ ছিল। সে খুবই ক্লান্ত ছিল এবং এর বেশি সময় (খেলতে) পারছিল না। তবুও তার চেষ্টার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, যা খুবই দৃষ্টিনন্দন। অবশ্য তার কোনো ইনজুরি ছিল না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ