স্প্যানিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা দেল রে-তে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বার্সেলোনা। এক রুদ্ধশ্বাস রোমাঞ্চকর ‘এল ক্লাসিকো’ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল বার্সেলোনা। অতিরিক্ত সময়ের জুলস কুন্দের অসাধারণ গোলে নিশ্চিত হয় কাতালানদের জয়। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বার্সা আবারও প্রমাণ করলো কেন তাদের ‘কোপার রাজা’ বলা হয়।
বার্সেলোনার সর্বোচ্চ ৩২টি শিরোপার পর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও, যাদের শিরোপা সংখ্যা ২৪। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ কোপা দেল রে জিতেছে ২০ বার।
গত এক দশকে কোপা দেল রে-তে বার্সেলোনার আধিপত্য চোখে পড়ার মতো। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ১০ বছরে তারা জিতেছে ছয়বার—২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১ এবং সর্বশেষ ২০২৫ সালে।
২১শ শতকে প্রথমবারের মতো বার্সেলোনা কোপা দেল রে জিতে ২০০৯ সালে, পেপ গার্দিওলার নেতৃত্বে ঐতিহাসিক ‘সেক্সটুপল’ জয়ের বছরেই।
২০১২ সালে আসে দ্বিতীয় শিরোপা। এরপর লুইস এনরিকের অধীনে টানা তিন বছর (২০১৫-২০১৭), এরনেস্তো ভালভার্দের অধীনে ২০১৮, রোনাল্ড কোমানর নেতৃত্বে ২০২১ এবং সর্বশেষ হান্সি ফ্লিকের অধীনে ২০২৫ সালে শিরোপা জয় করে বার্সা।
২০শ শতকে বার্সেলোনা বিভিন্ন নামে পরিচিত কোপা দেল রে প্রতিযোগিতায় মোট ২৪ বার শিরোপা জেতে। এই সময়ে তারা শিরোপা জেতে যথাক্রমে—১৯১০, ১৯১২, ১৯১৩, ১৯২০, ১৯২২, ১৯২৫, ১৯২৬, ১৯২৮, ১৯৪২, ১৯৫১, ১৯৫২, ১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৬৩, ১৯৬৮, ১৯৭১, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৭ ও ১৯৯৮।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ