ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবের ভারতে আর কোনো প্লাটফর্মেই পিএসএলের ম্যাচগুলো দেখা যাবে না।
ভারতে স্ট্রিমিংয়ের মাধ্যমে পিএসএল দেখাত ‘ফ্যানকোড’। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে আর পিএসএল বাকি অংশ দেখাবে না তারা। সন্ত্রাসী হামলার ঘটনায় ফ্যানকোড বিব্রত বলেও উল্লেখ করেছে।
ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট থেকে পিএসএল-এর চলমান ও আসন্ন ম্যাচ সংক্রান্ত সব তথ্য এবং পুরনো ভিডিও ক্লিপ সরিয়ে ফেলেছে। পিএসএলের প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করেছিল ‘ফ্যানকোড’। সম্প্রচার বন্ধের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ছদ্মবেশী শাখা। এ হামলায় মূলত পর্যটকরা প্রাণ হারান।
এ ঘটনার পরদিন বুধবার ভারত প্রতিবেশী পাকিস্তানের কূটনীতিকদের বহিষ্কার, কিছু ভিসা বাতিল, পারস্পরিক বাণিজ্য স্থগিতসহ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম