লা লিগায় জিরোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। লুকা মদ্রিচের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।
লাল কার্ডের নিষেধাজ্ঞায় এদিন ছিলেন না জুড বেলিংহ্যাম। তার বদলে একাদশে শুরু করেন ব্রাহিম দিয়াজ।
তৃতীয় মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ দিক থেকে গোলমুখের সামনে বল বাড়ান। কিন্তু সেখানে বল ঠেলে দেওয়ার মতো কেউ ছিলেন না। দুই মিনিট পর থিবো কোর্তোয়াকে পরীক্ষা দিতে হয়েছিল। ওরেল রোমেউর বাতাসে ভাসানো বল পেয়েছিলেন আরাউ মার্তিনেজ। তার শট কাছের পোস্টে থেকে সেভ করেন রিয়াল কিপার।
৩০তম মিনিটে ডনি ফন ডে বিককে দারুণ দক্ষতায় রুখে দিয়ে স্কোর হতে দেননি কোর্তোয়া। অবশেষে বিরতিতে যাওয়ার আগে দর্শনীয় এক গোলে রিয়ালকে এগিয়ে দেন মদরিচ। বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের ভলিতে গাজ্জানিগাকে পরাস্ত করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। মৌসুমের অন্যতম সেরা গোলই করে দেখালেন তিনি।
দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলের জন্য মরিয়া ছিল রিয়াল। বিরতি থেকে ফিরে এমবাপ্পের পাসে লুকাস ভাসকেসের শট পোস্টের পাশ দিয়ে যায়। মদরিচের ফ্রি কিকে শুয়োমেনির হেড অল্পের জন্য বারের ওপর দিয়ে মাঠছাড়া হয়।
খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে এমবাপ্পের বাঁ পায়ের জোরালো শট রুখে দেন গাজ্জানিগা। তারপরই আসে দ্বিতীয় গোল। ফরাসি তারকার বাড়ানো বলে ভিনিসিয়ুস টোকা দিয়ে ৮৩তম মিনিটে বল জালে জড়ান।
২৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ৫৪। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে রিয়াল। এক পয়েন্ট পেছনে থেকে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদও শিরোপার দৌড়ে।
বিডি প্রতিদিন/মুসা