কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছে এক চরম নাটকীয় মুহূর্ত। নিশ্চিত জয়ের ম্যাচে সুপার ওভারে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। গতকাল কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে আকবর আলীর দল। সুপার ওভারে জিতে তৃতীয়বারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৯ সালে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে এ পাকিস্তানের কাছেই ৭৭ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল নাজমুল শান্ত ও আফিফ হোসেনদের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। টুর্নামেন্টের নাম বদলে এখন ‘রাইজিং স্টার্স’ হলেও প্রতিপক্ষ সেই পাকিস্তানই ছিল। কিন্তু এবার বাগে পেয়েও হারের মধুর প্রতিশোধ নিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরার সুযোগ হাতছাড়া করেছে আকবর আলীর দল।
গতকাল দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এ দল। পুরো ইনিংসজুড়েই দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানে থেমে যায় পাকিস্তান। দলের হয়ে আরাফাত ২৩ বলে ২৫ রান এবং মাসুদ ২৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ২৫ রান খরচে নেন ৩টি উইকেট। রকিবুল হাসান ১৬ রানে নেন ২টি উইকেট। জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আকবর আলীর দল। নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি খেলেন সোহান। নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যান সাকলাইন ও রিপন। দুই ওভারে ২৭ রান প্রয়োজন হলে ১৯তম ওভারে দুজনে মিলে ৩ ছক্কায় নেন ২০ রান। ফলে শেষ ওভারে জয়ের জন্য দরকার ৭ রান। প্রথম বলে ২ এবং দ্বিতীয় বলে ১ রান নিয়ে রিপন স্ট্রাইক দেন সাকলাইনকে। তৃতীয় বল ডট হলেও চতুর্থ বলে ১ রান আসে। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। পরপর দুই বলে দুই রান নিতে পেরেছেন। তাতে সুপার ওভারে গড়ায় বাংলাদেশ ও পাকিস্তানের ফাইনাল। সুপার ওভারে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করে। পরে সহজেই জিতে যায় পাকিস্তান।