বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩৮টি ক্লাব সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ছয় ক্লাবও। ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধিরা। গতকাল সংবাদ সম্মেলন ডেকে তাঁরা লিগ বর্জনের কথা জানান। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, সংগঠক মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু এবং আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এতে উপস্থিত ছিলেন।
ক্রিকেট ক্লাব অর্গানাইজার আয়োজিত এ সম্মেলনে মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘এমন নির্বাচন মানা যায় না। ক্রিকেট তার সৌন্দর্য হারিয়েছে। যদি ক্রিকেট এভাবে চলে আমরা খেলব না এবং জেলাতেও তা-ই। নির্বাচনকেই মানি না, সেখানে এ বোর্ডের অধীনে খেলার প্রশ্নই ওঠে না।’